
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
Wednesday, September 1, 2021
Comment

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচি:
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হেল্প ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা প্রদান, দেশব্যাপী পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
0 Response to "প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কর্মসূচি"
Post a Comment