-->
আ.লীগের আয় কমেছে ১১ কোটি টাকা

আ.লীগের আয় কমেছে ১১ কোটি টাকা


 ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আওয়ামী লীগের আয় কমেছে ১০ কোটি ৬৯ লাখ টাকা। তবে ২০২০ সালে দলটির মোট আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ টাকা।

আগের বছরের তুলনায় দলটির আয় কমেছে ৫১ শতাংশ।

আজ রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগ দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। আয়ের বিপরীতে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ টাকা।

নির্বাচনী আইন অনুযায়ী প্রতিবছরের আয়–ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী, ২০২০ সালের হিসাব ২০২১ সালে জুনের মধ্যে দেওয়ার কথা। তবে দলগুলো আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে নেয়।

গত সপ্তাহে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।


আয় কমার কারণ হিসেবে দলটি বলছে, ২০২০ সালে মনোনয়ন ফরম বিক্রি বাবদ আয় কম হয়েছে। তা ছাড়া ২০১৯ সালে দলের আয়ের অন্যতম খাত ছিল কাউন্সিল থেকে প্রাপ্ত আয়।

                      নির্বাচন কমিশনে হিসাব জমা দিচ্ছেন আ.লীগ নেতারা

আয় কমলেও ২০২০ সালে আগের বছরের তুলনায় ব্যয় বেশি হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ২১ শতাংশ।


২০২০ সালে ব্যয়ের পর আওয়ামী লীগের উদ্বৃত্ত রয়েছে ৩৯ লাখ টাকা। এ নিয়ে ২০২০ সালে দলের তহবিলে ছিল ৫০ কোটি ৭৩ লাখ টাকা।

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে আয়–ব্যয়ের এই হিসাব জমা দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ।


0 Response to "আ.লীগের আয় কমেছে ১১ কোটি টাকা"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article