-->
লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত


  লালমনিরহাট বুড়িমারী মাইয়ামরাঘাট সীমান্তে ভারতীয় চেংরাবান্ধা বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ ভোরে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন- বুড়িমারী কলাবাগানের বুলবুলের পুত্র ইউনুস আলী ও নীলফামারীর সাগর চন্দ্র।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার ভোর রাতে বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলার দিয়ে ভারতের চেংরাবান্ধায় চোরাইভাবে গরু আনতে যান ইউনুস ও সাগর চন্দ্র। এ সময় ভারতীয় চেংরাবান্ধা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি করে। বিএসএফ-এর গুলিতে নিহত দুজনের লাশ ভারতের অংশে পড়ে থাকে। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই সীমান্তে গেলে বিএসএফ লাশ রেখে চলে যায়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ভারতের অংশে দুজনের লাশ রয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাদের প্রাথমিক ভাবে নাম সংগ্রহ করা হয়েছে। তবে ভারতীয় বিএসএফ লাশ দিলে গ্রহণ করা হবে।

0 Response to "লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত"

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article